ও বাঁশি
কেনো সুর দিয়া জ্বালালি আগুন
আমার ফাগুন নিভিয়া গেছে
তোর জ্বালাতে দ্বিগুণ
কেনো সুর দিয়া জ্বালালি আগুন।।
সারা জীবন সুরে সুরে
গাইলি-রে যার সুখ
ঐই তো তোরে শিক পোড়াইয়া
ঝাঁঝরা করছে বুক
তুই দধি ভেবে সারা জীবন
খাইলি কাঁদা চুন
কেনো সুর দিয়া জ্বালালি আগুন।।
না পোড়াইলে বাঁশিরে তোর
মন থাকিত সাদা
বাতাসে দোলনা খাইতি
ঝড়ে থাকতে বাঁধা,
আমি ঘরের বৌ থাকতাম ঘরে
তুই থাকিলে ঝারে
মরতাম না আর কলংকিনী
ভালোবাইসা তারে
এখন কলিজা কামড়াইয়া মারে
হাড়ে হাড়ে ধরছে গুন
কেনো সুর দিয়া জ্বালালি আগুন।।
মিছে আশায় ভালবাসায়
বাধলি-রে যে ঘর
অজানা এক স্রোতের টানে
সব কইরা গেলি পর,
যার হাতের খেলনা-রে তুই
সারাটি জীবন
একদিন ও না ভাবিলো সে
কি চায় বাঁশির মন
মধুময় মাতালের জীবন
এমনি করলি খুন
কেনো সুর দিয়া জ্বালালি আগুন।।