ও পাখি-রে গগনে আমার
কেন এতো সুর ছড়ালি
আমার শূন্য বুকে গানে গানে কেনো
মায়ায় জড়ালি
গগনে আমার
পাখি কেন এতো সুর ছড়ালি।।
ডাল ছেড়ে ধরিলী ডাল
বন ছেড়ে বন
এতো গান শুনালি যারে
পেলি না তার মন
ছিঁড়ে গেছে সকল বাঁধন
যারে মালা পড়ালি
গগনে আমার পাখি
কেনো এতো সুর ছড়ালি।।
রুপের নেশায় খোয়ালি তোর
পথের ই সম্বল
এখন দেখি গানে গানে
ঝরে চোখের জল
বুকে দিয়া চিতার অনল
বুঝি জেতা পোড়ালি
গগনে আমার পাখি
কেনো এতো সুর ছড়ালি।।
নীড় ছেড়ে ভিড় করে
জংলা পাখি কত
চেয়ে চেয়ে থাকি আমি
দেখি না তার মত
মাতাল রাজ্জাকেরে জনমের মত
পথে নামালি
গগনে আমার পাখি
কেনো এতো সুর ছড়ালি।।