(তাল – একতাল)
কেন কর ভাই দ্বেষা দ্বেষী, এস সবে করি মেশামেশি।
হয়ে দেল খোলসা গুরু ভরসা, হব গুরুর সেবাদাসী।।
ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, যোগী ঋষি কি সন্ন্যাসী।
তার কাছেতে সবাই সমান, স্বর্গ নরক গয়া কাশী।।
কেন কর ভাই দলাদলি, কোলাকোলি কর আসি।
ভবে এক পতা বই, পিতা আছে কই, এক পিতা এই ত্রিলোক বাসী।।
জাতি বিদ্যা মহতঞ্চ, রূপ যৌবন সর্ব্বনাশী।
ভবে এই পঞ্চজন, ভক্তির কন্টক, তাদের কেন ভালবাসি।।
একই ক্ষেত্রে এক বিরজেতে, জন্ম নিলাম জগৎবাসী।
রইল এ বড় খেদ, আত্মবিচ্ছেদ, করে হিংসা নীরে ভাসি।।
ডেকে বলে তারকচন্দ্র, ধারণ কর তত্ত্বমসি,
অশ্বিনী তোর কর্ম্ম সূত্র, কেটে আমায় কর খুশী।।