কেন গৌরাঙ্গ হয়ে কানাই আইলে রে।
তুই কার ভাবে জীবন–কানাই আইলে রে
শিরে নাই তোর মোহন চূড়া অঙ্গে নাই তোর পীত ধড়া
নামাবলি কে পরাইল রে।
হস্তে নাই তোর মোহনবাঁশী, মুখে নাই তোর মৃদু হাসি রে
ভাইবে রাধারমণ বলে আইলায় গৌর লীলার ছলে
কলির জীব উদ্ধারের তরে।
কেন গৌরাঙ্গ হয়ে কানাই আইলে রে।
তুই কার ভাবে জীবন–কানাই আইলে রে
শিরে নাই তোর মোহন চূড়া অঙ্গে নাই তোর পীত ধড়া
নামাবলি কে পরাইল রে।
হস্তে নাই তোর মোহনবাঁশী, মুখে নাই তোর মৃদু হাসি রে
ভাইবে রাধারমণ বলে আইলায় গৌর লীলার ছলে
কলির জীব উদ্ধারের তরে।