(তাল-গড়খেম্টা)
কেন ঘুরে বেড়াও অন্ধকারে
বিরাগ ভরে ডাক তারে।
ডাক দিয়ে ভক্তি পাবি মুক্তি, ভক্তি বিনে পায়না তারে।।
১। মুখে বল হরি হরি, কাজে কর জুয়াচুরি,
কেম্নে পাবি সেই শ্রীহরি, ঐ ভাব রসনা।
হও কেন বাক্য ভ্রষ্ট, গুরুর বাক্য কর নষ্ট,
হরি পাওয়া ভারি কষ্ট, নামে রুচি হলনারে।।
২। যদি করতে পার প্রেমভক্তি, হরিপদে হবে আর্থী,
না থাকিলে প্রেমভক্তি, তারে পাবেনা।
চায়না তোদের টাকাকড়ি, চায়না তোমার জমিদারি,
চায় সে শুধু ভক্তি ডুরি, ভক্তি বিনা চায় না কারে।।
৩। যদি দেখ টাকাকড়ি, ঘরেতে সুন্দরী নারী,
সে সব শুধু দিন দুই চারি, চেয়ে দেখনা।
ভেবে দেখ ঐ হৃদমন্দিরে, চোরা আছে সিং দুয়ারে,
সব ধন তোর নিবে হরে, মাল কোঠা ভাঙ্গিয়ে জোরে।।
৪। হরি গোসাই বলে একান্ত দীনারে তুই হসনে ভ্রান্ত,
করিয়ে মন সূক্ষ্ম শান্ত, হরি বলে ডাক।
ঘুচাইলে মনের ময়লা, দূরে যাবে শমন জ্বালা,
ভবপারে যাবার বেলা, কোন কষ্ট হবেনা রে।
………………………..
রাগিনী-আনারা