কেন চোখের জলে ভিজিয়ে দিলেম
না শুকনো ধুলো যত!
কে জানিত আসবে তুমি গো
অনাহূতের মতো ॥
তুমি পার হয়ে এসেছ মরু,
নাই যে সেথায় ছায়াতরু–
পথের দুঃখ দিলেম তোমায় গো
এমন ভাগ্যহত ॥
তখন আলসেতে বসে ছিলেম আমি
আপন ঘরের ছায়ে,
জানি নাই যে তোমায় কত ব্যথা
বাজবে পায়ে পায়ে।
তবু ওই বেদনা আমার বুকে
বেজেছিল গোপন দুখে–
দাগ দিয়েছে মর্মে আমার গো
গভীর হৃদয়ক্ষত ॥
………………………….
রাগ: পিলু-ভীমপলশ্রী
তাল: দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ): ২৪ চৈত্র, ১৩২০
রচনাকাল (খৃষ্টাব্দ): 1914
রচনাস্থান: কলকাতার পথে রেলগাড়িতে
স্বরলিপিকার: ইন্দিরা দেবী, দিনেন্দ্রনাথ ঠাকুর