ভবঘুরেকথা
ফকির লালন সাঁই

কেন ডুবলিনে মন রে গুরুর চরণে।
পিছে কাল শমন বাঁধবে কোন দিনে॥

নিদ্রা বশে নিশি গেল
বৃথা কাজে দিন ফুরাল
চেয়ে দেখলিনে;
এবার গেলে আর হবে না
পড়বি কক্ষণে॥

আমার পুত্র আমার যারা
সেংগে কেউ যাবে না তারা
ম’লে শ্নশাণে;
আসতে একা যেতে একা
তা কি জানিস নে॥

এখনো তোর আছে সময়
সাধলে কিছু ফল পাওয়া যায়
যদি লয় মনে;
সিরাজ সাঁই কয় অবোধ লালন
ক্রমে ভুলিসনে॥

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!