কেন বিধি দিলে মোরে এতো পোড়া জ্বালা।
শুধু পরের তরে জ্বলে পুড়ে
দেহ মন মোর হলো কালা।।
ভালোবাসা দিয়ে যারে রাখতে চাই ঘিরে
বুকভাঙ্গা দু:খ দিয়ে যায় সে চায় না তো আর ফিরে;
এমন পিরিতি পিপাসার নীরে
কেন বিরহের বিষঢালা।।
যদি বিধি ছিন্ন করবে ভালোবাসার মূল
আশালতায় কেন তুমি ফুটাইলে ফুল;
তবে ভালোবাসা হবে কি ভুল
ভাবি তাই নিরালা।।
মন নিয়ে যে-মন দিলো না অন্য মনে ছোটে
মনে ভাবি তার দিক ফিরে চাইবো না আর মোটে;
তবু বেহাগ সুরে বেজে ওঠে
কেন বেদনার বেহালা।।
কতো দিবা বিভাবরী বিরহ লগ্নে
পাগল বিজয় বলে, দিন ফুরালো শুধু সুখস্বপ্নে;
কেবল সাজায়ে রাখিলাম যত্নে
প্রিয়তমের প্রেম পিয়ালা।।