(তাল-গড়খেমটা)
কেন ভাই গৌর হলি প্রাণ কানাই
ছিল ব্রজে যে ভাব, নাই সে ভাব, অভাবে সে ভাব নাই।
যখন ছিলে ব্রজে, রঙ্গেতে রাখাল সেজে,
চরাইত বন মাঝে, ধবলী শ্যামলী গাই।
দিয়া কুমকুম চন্দন পদরজে, রসরাজকে সাজায়।
কটিতে পীত ধড়া, মস্তকে মোহন চূড়া,
লুটিতে গোয়ালপাড়া, ধড়া পাড়া সাড়া নাই।
হয়ে গোকুল ছাড়া, কাল ছোড়া, গেছে গোকুলের বালাই।
চূড়াতে শিখিপাখা, তাইতো রাধা নাম লেখা,
ভালেতে হয় অলকা, নাসিকায় তিলকা ভাই।
পদে ধ্বজ বজ্রাংকুশের রেখা, আঁকা চোখা, সর্বঠাই।
বনেতে স্বর্ণলতা, হয়েছে কি বর্ণ তা,
শোকে হয়ে শুষ্কতা, লতা পাতার কেতা নাই।
আছে শুকশারি মলিনতা, কয় না কথা, ছাড়ে হাই।
পাগলচাঁদের উক্তি, শ্রীপতি ভগবতী,
কলির কলুষ নাশিতে, গুপ্তাতী গৌর নিতাই।
সে রূপ কালীচরণ, দেখবি যদি, চল ওড়াকান্দি যাই।
…………………………………………………………
কালীচরণ সরকার