কেন ভ্রান্ত হওরে আমার মন।
ত্রিবেণী নদীর কর অন্বেষণ।।
নদীতে বিনা মেঘে বান বরিষণ হয়
বিনা বায়ে হামাল ওঠে মৌজা ভেসে যায়,
নদীর হিল্লোলে মরি হায়
না জানি গতি কেমন।।
নদীর ক্ষণেক ক্ষণেক হয় রে উৎপত্তি
কলিন্দে গঙ্গা নদী প্রবল বেগবতী,
কেউ হেলায় হেলায় পার পেয়ে যায়
শুকনা ডাঙ্গায় কারো মরণ।।
নদীতে মাঝে মাঝে উঠছে রে ফেপি
তাতে পড়লে কুটো হয়রে দুটো এতই বেগবতী ,
অধীন লালন বলে ও অবোধ মন
নদীর কূলে গিয়ে লও স্মরণ।।