কেন মরলি মন ঝাঁপ দিয়ে
তোর বাবার পুকুরে,
দেখি কামে চিত্ত
পাগল প্রায় তোরে।।
কেনরে মন এমন হলি
যাতে জন্ম তাতেই মলি,
ঘুরতে হবে লক্ষ গলি
হাতে পায় বেড়ি সার করে।।
দীপের আলো দেখে যেমন
উড়ে পড়ে পতঙ্গগন,
অবশেষে হারায় জীবন
আমার মন তাই করলি হারে।।
দরবেশ সিরাজ সাঁই কয়
শক্তিরূপে ত্রিজগতময়,
কেন লালন ঘুরছো বৃথাই
আত্মতত্ত্ব না সেরে।।