(তাল-একতালা : প্রসাদী সুর)
আমি কেবল প্রেম ভিক্ষারী।
চাই না সুকেশা সুন্দরী নারী।
চাই না মুক্তি, চাই না ভক্তি, চাই না অট্টালিকা পুরী।
চাই না গুরুগিরি, চাই না বাবুগিরি, চাই না তুচ্ছ জমিদারী।
হব না ভুপ, চাই না সুরূপ, চাই না সুকুমার কুমারী।
যদি সে ধন যায় সন্দেহ যাতে, উদাসিনী কৌমারী।
চাই না পুণ্য, চাই না স্বর্গ, খাব অন্ন ভিক্ষা করি।
চাই না তীর্থ ভ্রমণ, যশোকীর্তন, অক্ষয় জীবন চাই না হরি।
ব্রহ্মত্ব ইন্দ্রত্ব চাই না, শিবত্ব পদ তুচ্ছ করি।
দেহ সদানন্দের আনন্দের ধন, মহানন্দের চরণতরী।
…………………………………………………………….
হরিবর সরকার