(তাল-ঝাপ)
আমি কেমনে করিব সাধন, এ দেহ প্রেমশূন্য প্রাণে।
আমার নাই ভাব ভক্তি, প্রেম শক্তি,
করি দুর্ভাবনা দিনে দিনে।।
১। অসৎ সঙ্গের ভিতরে পড়ে,
রঙ্গে ভঙ্গে কাল কাটালেম, বিষয় সংসারে।
আমার হয় না সাধন, কুÑছার জীবন,
জনম গেল অকারণে।।
২। আমি কর্ম্ম দোষী সাধন ভজন হীন,
তাইতে নাকি গুরু আমায়, করলে দীনহীন।
আমি কর্ম্ম যদি তরতেম ভাল,
থাকতেম গুরুর শ্রীচরণে।।
৩। দুর্ভাগ্য কি এই ছিল আমার,
বিধির কি দোষ দিব সকল, কর্ম্মেরি ব্যাপার।
কবে সাধরনের ধন, পাই দরশন, জুড়াইব দু’নয়নে।।
৪। সর্ব্ব ধন মোর বাটপড়ে দিয়ে,
অসময় হাহাকার করি, ভীরু সাজিয়ে।
দীনা বলে ভুমন্ডলে,
(জন্মিয়ে) মৃত্যু কেন হল না প্রাণে।।
……………………………
লোকশিক্ষা
রাগিনী-ভাটিয়াল