কে এলো কে এলো
মা আমিনার কোলে
আঁধার কাটিয়া মরু ছেদিয়া
শান্তি সূুধা ঝরনা বইয়া ধরাতলে।।
আরশ কুরসি লৌহ কলম
ধরায় যাহার পা
ধন্য পিতা আবদুল্লাহ, বিবি আমেনা
নিয়া পাক পাঞ্জাতন, এলো গোল বদন
পাহার পর্বত সাগর নদী, ঐ নামে দোলে
আঁধার কাটিয়া মরু ছেদিয়া
শান্তি সূুধা ঝরনা বইয়া ধরাতলে।।
আবু বকর, ওসমান গনি
ঘুম ভাঙ্গিয়া আজ শুনে, আজানের ধ্বনি
সাদা দোয়েল পাপিয়া
আজ গাছে ডালে ডালে সুর তুলিয়া
নামে দরুদ ভেজিয়া
যার নাম স্মরনে যায় উজানে
গঙ্গা ঢেউ খেলে
আঁধার কাটিয়া মরু ছেদিয়া
শান্তি সূুধা ঝরনা বইয়া ধরাতলে।।
যার উপরে নাজেল হইলো
পবিত্র কোরান
গাছ বৃক্ষ তরুলতা মরুদ্যান
পাপী উম্মতের আশায়
সারা জীবন নয়ন জলে
ঢেউ খেলে যার গায়
মাতাল রাজ্জাক নাচে
গায় দুই হাত তুলে
আঁধার কাটিয়া মরু ছেদিয়া
শান্তি সূুধা ঝরনা বইয়া ধরাতলে।।