(তাল – কাশ্মিরী)
কে কে নিবি আয়না, তোরা, মধুর হরিনাম।
ঐ দেখ ডা’কছে হরি গুণধাম।।
জীবের বড় ভাগ্য ছিল, হরি কল্পতরু এল,
নাম দিয়া জগৎ মাতা’ল কেউকে তা না হ’ল বাম;
সত্য ত্রেতা দ্বাপর গেল, যে তত্ত্ব না বিলাইল,
সেই ধন লয়ে ধরায় এল, পুরা’তে জীবের মনস্কাম।।
হরি ব’লতে আছে কত, এ জগতে অগণিত,
এ নাম নয় সে নামের মত, গোপনে ছিল, গোলোকধাম।।
এ নাম নয় সে নামের মত, গোপনে ছিল, গোলোকধাম।।
রাধাকৃষ্ণ উভয়াঙ্গ, মথনে হয় প্রেম তরঙ্গ,
নাম উৎপত্তি প্রেমের রঙ্গ, গোলোকে ক’রলেন রাধাশ্যাম।।
সেই হরিরনাম ল’য়ে এবার, এল হরিশচন্দ্র আমার,
কলির জীব করিল নিস্তার অশ্বিনী নামে হ’ল বাম।