কে গো সুন্দরী
তোর রূপ দেখে মরি
জল ভরিয়া যাও সন্ধ্যা বেলা গো
জল ভরিয়া যাও সন্ধ্যা বেলা।।
জল ভরিয়া যাও তুমি
জলে দিয়া ঢেউ
ফিরা ফিরা চাও কেনো
টুকটুকি লাল বউ
তোরে জিজ্ঞাসি আমি
বলনা কেমন তোর স্বামী
জলের ঘাটে পাঠাইছে একেলা গো
জল ভরিয়া যাও সন্ধ্যা বেলা।।
মাজা ওঁচা কাপড় কোচা
আলতা মাখা পায়
দিলে পাখা উইড়া যাইতি
হলদা পাখীর ছাও
আমি হইলাম উদাসী
দেখে তোর গাল ভরা হাসি
পোড়া বাশিঁ হইলো উতলা গো
জল ভরিয়া যাও সন্ধ্যা বেলা।।
আমায় তুমি নেবে কিনা
সত্যে বলে যাও
এই দিন – রজনী বিফল গেলে
আমার মাথা খাও
রাজ্জাক তোর আঁচল ধরি
কন্যা যায় গো স্নান করি
মাতাল তোর আঁচল ধরি
কন্যা যায় গো স্নান করি
ভবে রঙ্গে কতই রঙ্গের খেলা গো
জল ভরিয়া যাও সন্ধ্যা বেলা।।