কে তোমারে এ বেশভূষণ
পরাইল বলো শুনি,
জিন্দাদেহে মূর্দার বসন
খিরকা তাজ আর ডোর কোপনী।।
জ্যান্তে মরার পোশাক পরা
আপন সুরত আপনি সারা,
ভবলোক ধ্বংস করা
এহি তো অসম্ভব করণই।।
মরনের যে আগে মরে
শমন ছোঁবে না তাঁরে,
শুনেছি তাই সাধুর দ্বারে
তাই বুঝি করছো ধনী।।
সেজেছো সাজ ভালোই তোরো
মরে যদি বাঁচতে পারো,
লালন বলে যদি ফেরো
দুকুল হবে অপমানী।।