কে তোর মালিক চিনলি নারে,
মন কি এমন জনম আর হবেরে।।
দেবের দুর্লভ এবার মানবজনম তোমার,
এমন জনমের আচার করলি কিরে।।
নিঃশ্বাসের নাইরে বিশ্বাস পলকেতে করে নিরাশ,
তখন মনে রবে মনের আশ বলবি কারে।।
এখন শ্বাস আছে বজায় যা করোরে ভাই সিদ্ধি হয়,
সিরাজ শাঁই তাই বারে বার কয় লালনরে।।