কে বলেছে মন্দ তোরে
কে দিয়াছে গালি
সুরের আগুনে তাই
মনটারে পোড়ালি।।
উঁকি দিয়া ছিল কোকিল
ঐ মৃদু লগনে
আদো লাজে মরি তাই
কোকিলারই গানে
নিয়া গেছে হিয়া
কি নামে ডাকিয়া
কপালে মাখিয়া দিয়া গেছে
কলঙ্করেই কালি
সুরের আগুনে তাই
মনটারে পোড়ালি।।
জীবনে কি গো আর
পাব তার দেখা
এই মনে ছিল যার
শত পিড়ীতি রেখা
নবিনের আগমনে তারে
কি রাখিবে মনে
অনাদরে ঝরে গেলো
ফুটে যত গানের কলি
সুরের আগুনে তাই
মনটারে পোড়ালি।।
হারিয়ে গেছে যে
এত গান থুইয়া
শত ভিড়ের মাঝে তারে
পাবি কি খুঁজিয়া
শুধু সেই বিরহে
আজো হৃদয় জুড়ে
গায় সুরে সুরে
আমাকে ঘিরে যত বুলবুলি
সুরের আগুনে তাই
মনটারে পোড়ালি।।