কে বলে পিরিতি ভালা গো সজনী
কে বলে পিরিতি ভালা।
কালার পিরিতি অতি বিপরীত
অন্তরে দ্বিগুণ জ্বালা।।
।শুন গো সজনী কি বলিব আমি
হইয়ে অবলা বালা
করিয়ে পিরিতি গোল কুল জাতি
মাথায় কলঙ্ক ডালা।।
সুখের লাগিয়া পিরিতি করিয়া
অন্তরে বাহিরে জ্বালা
এ ব্রজ নগরে কেনা কিনা করে
রাধার কলঙ্ক কালা
প্রেম সরোবরে ছিল কমলিনী
না সহে রাধার জ্বালা।।
শ্যামচান্দ বিনি বাচিনা পরাণে
সহে না বিচ্ছেদ জ্বালা।
শ্ৰীরাধারমণে প্ৰবোধ না মানে
না বুঝি কালার ছলা।