কে বানালো এমন রঙমহলখানা
কে বানালো এমন রঙমহলখানা।
হাওয়া দমে দেখে তারে আসল বেনা।।
বিনা তেলে জ্বলে বাতি
দেখবে যেমন মুক্তামতি,
জলময় তার চতুর্ভিতি
মধ্যে থানা।।
তিল পরিমান জায়গা সে যে
হদ্দরূপ তাহার মাঝে,
কালায় শোনে আঁধলায় দেখে
ন্যাংড়ার নাচনা।।
যে গড়েছে এ রঙমহল
না জানি তার রূপটি কেমন,
সিরাজ সাঁই কয় নাই রে লালন
তার তুলনা।।