কে বুঝিতে পারে সাঁইয়ের কুদরতি।
অগাধ জলের মাঝে জ্বলছে বাতি।।
বিনা কাষ্ঠে অনল জ্বলে
জল রয়েছে বিনা স্থলে,
আখের হবে জলানলে
প্রলয় অতি।।
অনলে জল উষ্ণ হয় না
জলে সে অনল নেভে না,
এমনি সে কুদরত কারখানা
দিবারাতি।।
যেদিন জলে ছাড়বে হুংকার
নিভে যাবে আগুনের ঘর,
লালন বলে সেইদিন বান্দার
কি হবে গতি।।