কে বোঝে সেই কৃষ্ণের
কে বোঝে সেই কৃষ্ণের
অপার লীলা,
শুনি ব্রজ ছাড়া তিলার্ধ নয়
কে মথুরায় রাজা হলে।।
কৃষ্ণ রাধা ছাড়া তিলার্ধ নয়
ভারত পুরাণে তাহাই কয়,
তবে কেন ধনি দুর্জয়
বিচ্ছেদে জগৎ জানালে।।
নিগূম খবর জানা গেল
কৃষ্ণ হতে রাধা হল,
তবে কেন এমন বল
আগে রাধা পাছে কৃষ্ণ বলে।।
সবে বলে অটলহরি
সে কেন হয় দণ্ডধারি,
কিসের অভাব তারি?
ঐ ভাবনা ভেবে ঠিক না মেলে।।
কৃষ্ণ লীলার লীলে ওঠাইকে
ঠাঁই দিবে কেউ সে সাধ্য নাই,
কি ভাবিয়ে কি করে যাই
লালন কয় পড়লাম বিষম ভোলে ।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….