কে যাবে গো আয় সখী দিীর সমীর বনে।।
মনোচোরা প্ৰাণের হরি যাবে। যমুনা পুলিনে।।
সঙ্কেত মুররীর ধ্বনি শ্যাম জানে আর আমি জানি
হইয়ে উন্মাদিনী নৈলে যাব একাকিনী শ্যাম দরশনে।।
পাখা নাইলে প্ৰাণপাখি ঘুরতেছ। পিঞ্জিরায় থাকি
আমার মনকে বুঝাইয়া রাখি সে যে প্ৰবোধ না মানে।।
কাল হইল কালিয়ার বাঁশি কুলবধূর প্রাণ বিশি লাগাইয়া রাশি
রাধারমণ বলে অভিলাষী ঐ রাঙা চারণে।।