ভবঘুরেকথা

কে রে ওই ডাকিছে,
স্নেহের রব উঠিছে জগতে জগতে-
তোরা আয় আয় আয় আয় ॥

তাই আনন্দে বিহঙ্গ গান গায়,
প্রভাতে সে সুধাস্বর প্রচারে ॥

বিষাদ তবে কেন, অশ্রু বহে চোখে,
শোককাতর আকুল কেন আজি!
কেন নিরানন্দ, চলো সবে যাই-
পূর্ণ হবে আশা ॥

…………………
রাগ: আলাহিয়া বিলাবল
তাল: ধামার
রচনাকাল (বঙ্গাব্দ): 1290
রচনাকাল (খৃষ্টাব্দ): 1884
স্বরলিপিকার: কাঙ্গালীচরণ সেন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!