কৈলাসে ভোলা কাঁদে একেলা
ছিড়ে গেছে গাঁথা মালা গলার বাঁধন,
ছেড়ে গেছে নবমী আসিয়াছে দশমী
হবে প্রতিমা বিসর্জন।।
বানাইয়া চালি চাঙ্গে তুলি
রঙ তুলিতে তারে করিয়া বরণ,
শত ঢাক বাড়ি, নাড়ু চিড়া মুড়ি
আহা মরি মরি করি পূজার আয়োজন।।
সপ্তমী সাদরে পূজার মন্দিরে
করেছিলে যারে তুমি চরণে চুম্বন,
তারে ফেলে যমুনায় কাদিলে কি হায়
ছেড়ে গেছে মা আমার কৈলাশ ভুবন।।
গেল নাচানাচি শত আতশবাজি
ঢাকির ঢাকবাজি, আজ বিদায়ী লগন,
নাই নাই বেলা, ভেঙ্গে গেছে খেলা
কাঁদে অবলা মাতাল রাজ্জাকের মন।।