কৈ হল বন্দেগী আদায়
দুনিয়া যাদুকর বুড়ি ভুললে ফেরেব বাহানায়।।
বন্দেগী কবির বলে, এসেছ করার দিয়ে
সে সকল গিয়াছ ভুলে, দুনিয়ার খেয়ালে সদায়।।
দুনিয়া জানানা মারে, তাহাতে গ্রেপ্তার হরে
দুনিয়াদার তারই বলে, এবাদতে মন নাহি রয়।।
আদ্দুনিয়া জেফাতন, কেলাবহা তালেবন, নবীজীর হাদিছ লিখন,
কুত্তা বলে গাল তারে দেয়।।
তরকে দুনিয়া যারা, এবাদতে কামেল তারা,
লালন কয় দুদ্দু, তেরা, দেখে শুনে জ্ঞান নাহি রয়।।