কোথায় সে জন, জানে কোন জন, যে জন সৃজন লয় করে
নিকট কি দূরে, অন্তরে বাহিরে, চর্চ্চে কি মসজিদ মন্দিরে।।
যোগে জাগে যোগী জনে যারে রটে, পাতে পোতে পথে ঘাটে ঘরে,
সরলে কি শঠে, হটেলে কি হাটে, পটে কি বৃক্ষ কোটরে।।
লন্ডনে মার্কিনে ফ্রান্সে কি চীনে, বর্মা বেঙ্গলে রুমে হিন্দুস্তানে,
রিভার জর্ডানে, গার্ডেন অব ইডেনে, শশ্মানে সমাজে করবে।।
গয়াগঙ্গা বারানসী বৃন্দাবনে ঘোষ পাড়া পেড়ো মক্কা কি মদীনে,
নেপালে কি ভোটে, কাবুলে গুজরাটে, ব্রাহ্মান্ডে অন্ড বাহিরে।।
ভূধর ভূগর্ভে অনল অনলি, যমুনা জাহ্নবী নর্মদা সলিলে, সিন্ধু গোদাবরী,
সরজু কাবেরী, শ্বেত স্বরস্বতী মাঝারে।।
কর্তা কি গোরাঙ্গ ঈশ্বর আল্লা ইসু, কালি কি কানাই
বাশু বশু শিশু, কোন নামে কে ডাকে, সাড়া দেন কাকে,
নিগূঢ় কে বলিতে পারে।।
কে বা জানে তিনি পারেন কিবা বাস
কোটা কি পেন্টুনে ইজারে উল্লাসে, বেলে কি বাকলে
গুধড়ি কম্বলে, কৌপীনে কি খাসা অম্বরে।।
কীরিটে কি ক্যাপে বীণা বেণী ঝোপে,
কাটা জটা সাটা গালপাট্টা গোপে
চৈতন্য ফুরফুরে খাসা খোদার নূরে, সুচারু চাঁচর চিকুরে।।
ব্রান্ডি কি জীনে, শ্যামপীনে, রুটি কি বিস্কুট পিঁয়াজ রসুনে,
শিরনী মালসা ভোগে, মেষে মোষে ছাগে
কাঁচা পাকা কিবা আহারে।।
সেতারা তাম্বুরা বীণা বাঁশী বেলে, তবলা তাউসে জয়ঢাকে ঢোলে
দামামা দগড়া নাগেড়া কি কাড়া, শিংগা কাসি কাসা কাঁসরে।।
শুকর রূপে স্বর্গে, শুকরানী সংযোগে, নরক নিকরে শুকরী সম্ভোগে
মহাসুখে দু:খে, রাগে রোগে ভোগে
সমভাবে ভেবে পাইবে তারে।।
সন্ন্যাসী অমরে পণ্ডিত পামরে, কাঁকরে কি আছেন রত্নেরই আকরে,
প্যারী বলে এমন কে আছে সংসারে, নিগূঢ় নির্ণয় তাঁর কে করে।।
বেদে বলে ব্রহ্ম হন নিরাকার, অনন্ত শাস্ত্রেতে অনৈক্য স্বীকার
সাকার নিরাকার কিবা কি মাকার আকারে আছেন কি ওঁকারে।।