কোথা হতে এলাম এই দেশে
আবার ইহার পর যাবো কোন্ দেশে
আমি চলেছি কার গোপন ইশারায়?
আমার যেমন আসা তেমনি যাওয়া রে
যেমন স্রোতের শ্যালকা প্রায়।।
কোত সাথি পাইলাম পথে পথে কতো সাথি হইলাম হারা
অসীমের অচেনা পথে রে হারিয়ে গেছে তারা;
তাদের আগের মতো পাই না সাড়া রে
আমি খুঁজে সারা দুনিয়ায়।।
ঝনা হতে ছুটিছে তটিনী সাগরবক্ষ বিলাসিনী
কূলে আঘাত দিয়ে চলে রে নীরব ভাষিনী;
সে যে অভিসার অভিলাসিনী রে
সেই মিলন সিন্ধু অভিপ্রায়।।
আমার জীবন চলনের এই ছন্দ কবে হবে তার শেষ
কতো দিনে ফিরে পাবো রে সেই প্রাণ জুড়ানো দেশ;
নিয়ে পরিণামের এই পরিবেশ রে
আমি খুঁজি সেই দেশ নিরালয়।।
পূর্বাচলের সূর্য চলে ধীরে ধরে অস্তাচলের রেখা
আমি যাহার এ-জীবনেরে পাবে কি তার দেখা;
পাগল বিজয় ঘোরে একা একা রে
সেই ভাঙ্গন নদীর কিনারায়।।