কোন কূলেতে যাবি মনরায়।
গুরু কূলে যেতে হলে
লোক কূল ছাড়তে হয়।।
দু-কুল ঠিক রয় না গাঙে
এক কূল ভাঙেতো এক কূল গড়ে,
তেমনি জেনো সাধুসঙ্গে
বেধ বিধির কূল দূরে যায়।।
রোযা পূজা বেদের আচার
তাই যদি মন করো এবার,
নির্বোধের কাম বেদ-বেদান্তর
মায়াবাদীর কার্জ নয়।।
তবে বুঝে একূল ধরো
দোটানায় ক্যান ঘুরে মরো,
সিরাজ সাই কয় লালন রে তোর
কাজ ফুরাবে কোন সময়।।