কোন খানদানে নবীজি মুরিদ হয়
কোন খানদানে নবীজী মুরিদ হয়
বল দ্বীন-দয়াময়,
আছে কাদরিয়া চিশতীয়া নকশাবন্দীয়া
মোজাদ্দেদিয়া মুর্শিদ কয়।।
নূর জোহরী জব্বুরী ছত্তরী
চার পেয়ালা নবী পায়,
আবু বক্কর, ওমর, ওসসান, আলী
কোন পেয়ালা কারে দেয়।।
এক চন্দ্র লক্ষ লক্ষ তারা
আসমান ছেয়ে রয়,
অমাবস্যা লাগলে চন্দ্র
কোন জায়গায় লুকায়ে রয়।।
সিরাজ সাঁই কয় অবোধ লালন
নূর পেয়ালা কারে কয়,
চেতন মানুষ ধরে নফী এজবাত
লেহাজ করে জানতে হয়।।
…………………………………..
চিত্র:
ফকির লালন সাঁইজির প্রকৃত কোনো ছবি নেই। ব্যবহৃত ছবিটি লালন ফকিরের কাল্পনিক ছবি মাত্র। বহুল ব্যবহৃত হলেও এই ছবির সাথে লালন সাঁইজির আদৌ কোনো যোগসূত্র আছে কিনা তা নিশ্চিত হওয়া যায় না।
…………………….
আপনার গুরুবাড়ির সাধুসঙ্গ, আখড়া, আশ্রম, দরবার শরীফ, অসাম্প্রদায়িক ওরশের তথ্য প্রদান করে এই দিনপঞ্জিকে আরো সমৃদ্ধ করুন- voboghurekotha@gmail.com
……………………………….
ভাববাদ-আধ্যাত্মবাদ-সাধুগুরু নিয়ে লিখুন ভবঘুরেকথা.কম-এ
লেখা পাঠিয়ে দিন- voboghurekotha@gmail.com
……………………………….