(তাল গড় খেমটা)
কোন প্রশ্নয়ালা গানে শুধু লোক মজায়েছ
তোর ভাব, প্রেম, সঙ্গে নাই সম্বন্ধ,
কেবল দর্পে কাল কাটায়েছ।।
১। লোক ঠকাতে প্রশ্নের গান শুনাও,
দুষ্ট মুখে পরম সুখে, সুনাম নিয়ে যাও।
মন খোলসা নও, গরল ধরে খাও,
প্রশ্নে গান সব গেয়ে গেয়ে,
আমার মন জহুরী চেতায়েছ।।
২। ভাব দেখায়ে রঙ্গের মোসন দেও,
বাঘের সম গর্জ্জন মেরে, দুই চক্ষু পাকাও।
দেহে সরলতা নও, ময়লা ভরে লও,
যত সতের প্রাণে কষ্ট দিতে
সেই হেতু ভবে জন্ম নিয়েছ।।
৩। লোক ভুলাতে ভাবেরই গান গাও,
গুরুর করণ সাধন ভজন, সে পথে না যাও।
ও তোর শুষ্ক কাষ্ঠের নাও, মাঝে মাঝে বাও,
যদি শমন ঘোলায়, ডুবায় সে নাও
এড়াতে সন্ধান কি তার করেছ।।
৪। হরি গোসাই বলে হুসিয়ারী,
সরল রাস্তায় না হাঁটিলে, কষ্ট হয় ভারী।
(নইলে) কেন মিলবে সেই শ্রীহরি,
দীনা তুই ভজনে বাদ পড়েছ।।
……………………………
লোক শিক্ষা