কোন বনে বাজিল শ্যামের বাঁশি গো উদাসিনী কৈল গো মোরে
শ্যাম নিরুপম বংশী ভুজঙ্গ অবলার বধিবার তরে।।
যারে দংশে কালফণী নাই মানে উঝাগুণী
অবলার প্রাণ কি ধৈৰ্য ধরে।
অগাধ সমুদ্রে মীন নাহি দুক্ষ বেদন আনন্দে বিহার করে,
কালিয়া বিবরে বংশী বেড়া জালে ভূখনায় তুলিয়া মারে।
বাঁশি জানে কি মোহিনী হরিয়া নেয় গো প্ৰাণী
মনপ্ৰাণ আজি কি করে;
চল চল সব সখী বনে যাইয়া শ্যাম দেখি
কহে রাধারমণ কাতরে গো।।