কোন বনে বাজে গো বাঁশি আন তারে দেখি,
বনে থাকে ধেনু রাখে রাখালিয়ার মতি।।
এমন লুকি দিল গো কালায় স্বপনে না দেখি।
যখন কালায় বাজায় বাঁশি তখন আমি রান্ধি বসি।।
ভিজা কাঠ চুলায় বসে কান্দি মরি।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া
পীরিত করিয়া গেল, অন্তরে যে ঝুরি।।