আমি কোন বা দেশে যাবরে
যায়গা হলো না এই শহরে,
আমার ঘরে যায়গা নাই, বাইরে যায়গা নাই
শূন্যে কি উড়িয়ে রব রে।।
তাপিত প্রাণ জুড়াব বলে
ঝাঁপ দিলাম যমুনার জলে,
জ্বলে গেলে দ্বিগুণ জ্বলে কি দিয়ে নিভাই
জলেতে স্থল নাই, কুলেতে স্থল নাই, সদায় থাকি বিকলে।।
জগৎ ভরা সুখী যারা
দু:খী বেদন জানেনা তারা,
সমান দু:খের দু:খী মিলে না, দু:খ কই কার কাছে,
মুখ থাকিতে বাক্য সরে না, বোবা কালা হয়ে কি রব রে।।
দয়াল চাঁদ তুই কোথায় রে রলি,
তোমার ভক্ত ফেরে গলি গলি, জগৎভরা দু:খের ডালি,
রূপের মাথে দিলি, পড়িয়ে পাথারে ডাকি অতি কাতারে,
শ্রীচরণ তরণী দিওরে।।