কোন রূপে ভজিব আমি পাইনা যে ঠিকনা তার
বিশ্ব জুড়ে আছ তুমি সাকারেতেই নিরাকার।।
হিন্দুরা কয় শিব-দূর্গাদি সাকার রূপে না অবদি
মৎস্য-কুর্ম-বাহাদি কতই রঙ্গের অবতার।।
ব্রম্ম্যঞ্জানী ঋষি যত অরূপ-রূপের বিশ্বাস গত
ধ্যান ধারনায় অবিরত ভাসে জ্যোতি নাশে আধার।।
লেখা লোকে কয় কথার নাহি আছে নির্ণয়
কল্পনাতে ভাব-বিপর্যয় ছিকের একটাই সার।।
জালাল কহে ওরে মুর্খ মিছেই কেবল করলি তর্ক
সব রূপে সে মিশে গিয়ে নিজেন রূপটি নাইরে আর।।