কোন সত্বের প্রজা তুমি, মালিক তোমার কোন গোঁসাই
সব চালাকি দিতে ফাঁকি বাকি-পাওনার হিসাব চাই।।
মহারাজের জমি পত্তন এনে ছিল নাই কি স্বরণ
উঁচু নিচু বাদে এখন আবাদ করছো কত ঠাঁই।।
গৃহস্থের যত্ন বলে, মাটির নিচে সোনা ফলে
তুইরে পাগল অবহেল খোরাক বাদে পুঁজি নাই।।
কোন তারিখে খাস-ত’বিলে, গিয়ে কত পূণ্যাহ দিলে
নিদর্শন তার কি আনিলে, শীঘ্র এনে দেখাও তাই।।
তহশিলের হই কর্মচারী, ঘুরে ফিরি জালুর বাড়ি
হিসাব দেও আজ তারাতারি, সদরে চালান পাঠাই।।