কোন সাধনে তারে পাওয়া যায়,
মনরে বল আমায়, কোন সাধনে তারে পাওয়া যায়।।
ও মনরে মরজিদ গির্জা কালী বাড়ি
দেখলাম কতো তালাশ করি, কাবা-কাশি বাকি রাখি নাই,
আল্লাহ গড কৃষ্ণ হরি, ডাকলাম কতো নাম ধরি
আসল নামতার খুঁজিয়া না পাই।।
ও মনরে কুরআন কিতাব বাইবেল পড়ে,
ভেদ কি তার জানতে পারে, আগুনে দিলে যা পুড়া যায়,
সকল কিছুর আছে শেষ, জীবের মাঝে নিরুদ্দেশ
তারে চেনা হল মহাদায়।।
ও মনরে না করিয়া ভেদ বিচার
সাধন হইল না আমার, মায়ার ভবে আমার মুক্তি নাই,
ফিরে গফুর বারে বারে, মহামায়ার এই সংসারে
বদ্ধ পরি দেহ ফিঞ্জিরায়।।