কোরান খান পড়ছ যাঁর লাগিয়া।
কোরানে পাইছ নিরে খোদারে খুঁজিয়া।।
কোরান হল ধর্ম বাণী, তাজিম কর দিন রজনী
পড় তুমি রাস্তাঘাট চিনিয়া।।
যা করে কুদরতি করে, লেখা রয় কোরান ভিতরে
তার অর্থ মানে লওরে বুঝিয়া।।
প্রথমে ঠিকানা কর, জেলা আদম শহর
রাছুল পুর হইয়াছে থানা, গায়েবল গায়েব খোদা
খোদা নহে আদম জুদা, খোদা কোন খানেতে রয়েছে লুকাইয়া।।
তরিক পেল মুসা নবী, যার কাছে বরজখের খুবি
ভাবে নবী কে কেতাব পড়িয়া, সত্তর উটের বোঝা ছিল
সেখানে না খোদা পেল, খোদা রজবীজে রয়েছে লুকাইয়া।।