কোষ ছাড়া কাঁঠালের ব্যথা
মুণ্ড মাথা কাঁদা ছাই
মানুষ ছাড়া জগৎে আর কিছু নাই।।
ধোঁকায় পড়ে বোকা যত
কাঁন্দে ধর্ম বিশ্বাসি
মুসলমানের মুসল্লীরা
হিন্দু ধর্মে সন্যাসী
করে ধর্মের কাজ
হইলো যক্ষ্মা কাশ
কর্ম লুপ্ত দেহ বিনাশ
বুঝিতে আর বাকি নাই
মানুষ ছাড়া জগৎে আর কিছু নাই।।
শত ধর্মের শত মত
আমি যার কোন মতে
জন্ম হইতে আজ অবধি
পারলাম না তা জানিতে
উপরে কি নিচে
আগে কি পিছে
বলাবলি মিছে
কে কবে খুঁজিয়া পাই
মানুষ ছাড়া জগৎে আর কিছু নাই।।
মসজিদে সিন্নি দিলাম
খাইবা তুমি আসিয়া
তোমায় দেখে প্রাণ জুড়াবো
প্রেম কালিলে ভাসিয়া
সিন্নি মানুষেই খাইলো
তোর দেখা না হইলো
বুঝিতে কি বাকি রইলো
আসল ঘরে মোসাল নাই
মানুষ ছাড়া জগৎে আর কিছু নাই।।
ধর্ম ব্যবসা করে যারা
অন্ধ ওরা চিরকাল
তরীবিহন গগন মারগে
উড়াইছে রঙ্গীলা পাল
মাখলাম কপালে কালি
শুনলাম মিছাই গালি
মাতাল রাজ্জাক কয় দেশে চলি
বেলা গেছে খেলা নাই
মানুষ ছাড়া জগৎে আর কিছু নাই।।