(তাল-খেমটা)
ক্রোধের বাধ্য থেক নারে ভাই
ক্রোধে ঘটায় মহাপ্রলয়, মান্য গণ্য নাই।
ভাইরে ববে এসে ক্রোধের বশে,
নিয়ে রলি সব বালাই।।
১। ক্রোধ অর্থাৎ রাগ বলে, বিপদ সে ঘটায়,
আত্ম-হত্যা, নরহত্যা ক্রোধ দ্বারা হয়।
(সোনার) রাজ্য পুড়ে, শ্নশান করে,
স্ব চক্ষেতে দেখতে পাই।।
২। কারাগার বাস অর্থ বিনাশ, গুরু ভক্তি নাশ।
এই সব ব্যাপার হল তাহার, ক্রোধী ব্যক্তির যশ।
আছে এম্নি রীতি, ক্রোধী ব্যক্তি,
তাদের শত্রুর অভাব নাই।।
৩। ক্রোধ উত্থাপন হইলে, সদজ্ঞান থাকেনা;
আপনকে পর করতে পারে, এই তার নিশানা।
তিনি আপনি আপনার শত্রু, শত্রু হয় তার আপন ভাই ।।
৪। আদিত্যের আশ, ক্রোধেরই বশ, দীনা হয়োনা;
সতত সাবধানে থেক, ভুলে যেয়ো না।
হরি গোসাইর বচন, ক্রোধ দুর্জ্জন, ভক্তির দেশে দিও ঠাঁই।।
……………………………………
লোক শিক্ষা
রাগিনী-লম্পট