ক্ষ্যাপা না জেনে তোর
আপন খবর যাবি কোথায়,
আপন ঘর না বুজিয়ে
বাইরে খুঁজলে পড়বি ধাঁধায়।।
আমি সত্য নাহি হইলে
গুরু সত্য হয় কোনকালে,
আমি যেরূপ দেখা না সেরূপ
দ্বীন দয়াময়।।
আত্মারূপে সেই অধর
সঙ্গী অঙ্গ অংশ কলা তার,
ভেদ না জেনে বনে বনে
ফিরলে কী হয়।।
আপনার আপনি না চিনিয়ে
ঘুরবি কত এ ভুবনে,
ফকির লালন বলে অন্তিমকালে
নাহি রে উপায়।।