দেখো আজমীরে, খাজা বাবার আস্তানা।
কতো পাগল মাস্তান, বাবার নামে পেরেশান
হাতে ধরিয়া ঐ নামেরো নিশানা।।
তারা সকল বিষয় আদি ছারি, হলো খাজার নামে দেশান্তরি
তারা চায় না কুলোমান, খাজার নামেতে কুরবান
তাদের অন্তরে থাকে না, কোন বাসনা।।
ওরা রওজাতে করে গড়াগড়ি, কেহ বেহুশ হইয়া থাকে পড়ি
কেহ দিলে কিছু খায়, নইলে অনাহারে রয়
তাদের বিছনা পাটি, কিছুই লাগে না।।
খাজা ইশ্রাইল শাহ এই ভবের দয়াল
তোমার হাসানকে বানাইয়া দেও কাঙ্গাল,
এতো নরম বিছানায়, শুইলে আরামে দিন যায়
তোমার কথা যে, মনে থাকে না।।