খালি ভাঁড় থাকবেরে পড়ে।
দিনে দিন কর্পূর তোর
যাবেরে উড়ে।।
মন যদি গোলমরিচ হতো
তবে কি আর কর্পূর যেতো,
তিলক আদি না থাকিত
সুসঙ্গ ছেড়ে।।
অমূল্য কর্পূর যাহা
ঢাকা দেওয়া আছে তাহা,
কেমনে প্রবেশে হাওয়া
কর্পূরের ভাঁড়ে।।
সে ধন রাখিবার কারণ
নিলে না গুরুর স্মরণ,
লালন বলে বেড়াই এখন
আগাড় ভাগাড়ে।।