ভবঘুরেকথা
জালাল উদ্দিন খাঁ

খুঁজলে না মন তার-
আশার আশে দিন গিয়াছে খুঁজলে দেখা দিত তোরে।।

হাওয়াতে লাগাইয়া ডুরি উড়াইছে রঙ্গিলা ঘুড়ি
বসিয়া মথুরা পূরী টানাটানি করে,
নামটি লেখা আছে তাহার মাত্র দুই অক্ষরে-
উড়ে পড়ে জীবন ভরে দেখ গিয়া বরজক পাহাড়ে।।

সকল রাস্তা করে বন্ধ বস গিয়া গোয়ালন্দ
চিত্তরঞ্জন প্রেমানন্দ আসা যাওয়া করে,
নাগাল পাইলে মনের বলে বান্ধাে শক্ত ডোরে-
রাখ তুষ্ট না দাও কষ্ট বান্ধিয়া দমের কোটরে।।

সহজে মিলিবে তারে থাক যদি শান্তিপুরে
অশান্তি যাবে দুরে একটি বৎসর পরে,
তিন শত ষাইট দিনে বৎসর হিসাব ধরে-
আছে একদিন খুভ শুভদিন আপ সুরতে দেখা করে।।

শরিয়তে কয় এই ভরসা রাসুলের চরণ আশা
নামাজ রোজা কর নিশা তরবে রে হাশরে,
মারফতে কয় নয় কিছু নয় মায়ের চরণ ধরে-
কামে প্রেমে যোগ মিলাইয়া ডুব দেওগো সেই সমুদ্দুরে।।

জালালের মনের ব্যাথা বলতে গেলে তত্ত্ব কথা
শরিয়তে ভাঙ্গে মাথা মরিগো সেই ডরে,
লোকের মন্দ কুল কলঙ্ক সব দিয়াছি দুরে-
আছি বাঁধা সাধাসাধা শরিয়তের আওতা ছেড়ে।।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!