খুলবে কেন সে ধন মালের গ্রাহক বিনে।
মুক্তামণি রেখেছে ধনি বোঝাই করে সেই দোকানে।।
সাধু সওদাগর যারা
মালের মূল্য জানে তারা,
মন দিয়ে মন অমূল্য রতন
জেনে চিনে তারাই কেনে।।
মাকাল ফলের রূপ দেখে
সদাই যেমন নাচে কাকে,
তেমনি মন মোর চটকে বিভোর
সার পদার্থ নাহি চেনে।।
মন তোমার গুণ জানা গেল
পিতল কিনে সোনা বল,
সিরাজ সাইর বচন মিথ্যা নয় লালন
মূল হারালি তুই দিনে দিনে।।