সহজ অনুরাগে খেপেছে যে জন
হ‘য়ে আত্মহারা, পাগোলপারা, মানে না বিধির বন্ধন।।
বায়ু-পিত্ত-কফের নাড়ী, ঘুরছে মাথা চঞ্চল ভারী,
পোড়ায়ে সে মায়াপূরী, জ্বালিয়া প্রেমের হুতাশন।।
অন্তরে অনন্ত দাহ, জ্বলিতেছে অহরহ,
ঠিক যেন সেই খিপ্ত সিংহ, সাই বলে করছে গর্জন।।
হয়ে সেই রূপের আশ্রিত, ব্রহ্মা দস্যুর দৃষ্টির মত,
কাদিতেছে অবিরত, পলকহীন দুটি নয়ন।।
ঠিক যেন সেই পাগোলভোলা, ঘুচাইয়া ভবের জ্বালা,
প্রেমন্মোত্ত হরিবোলা, তার আর কিছুতে রয়না মন।।
মহানন্দ ডেকে বলে, সহজে কি মানুষ মেলে
অনূরাগী না হইলে, অশ্বিনীর নাই সে সাধন।।