মনরে খেপা, খেপে যা এবার
আপন সেরে কামের ঘরে, অনুরাগের কপাট মার।
খেপ যদি খেপার মত, হ‘গে রূপের অনুগত
তেয়াগিয়া আত্ম-স্বার্থ, প্রেম পাথারে দেরে সাতাঁর।।
যদি হবি সুজন খেপা, ধারণ কর রূপের ছাপা,
গুরুর কাছে কর রে রফা, ভোগ বিলাসের দফা সার।।
ত্যাজ্য কর বেদের বিধি, ছেড়ে দিয়ে অষ্টসিদ্ধি,
বিবেক ভাইয়ের দিয়ে বৃদ্ধি, চল আনন্দ বাজার।।
এক খেপেছে গোলকচন্দ্র, আর খেপেছে মহানন্দ,
দিয়া হরি প্রেমানন্দ, খেপাল ত্রি-সংসার।।
তারকচন্দ্র ডেকে বলে, যে জন বাবার খেপা ছেলে
সদায় থাকে বাবার কোলে, বুঝলি না অশ্বিনী ছার।।