খোদরূপে আছেন খোদায়
খুদি ছেড়ে বে-খুদ হলে, কোদাকে সেই দেখতে পায়।।
খুদি শব্দের দুই অর্থ হয়, আমি খুদি আর সে খোদায়
ঝাতেতে ছেফাত দেকা যায়, সেফাতে জাত রয়।।
মোকাম মঞ্জিল লতিফাতে, খোদা ছাড়া সাধন তাতে
শেরেকি হইবে তা’তে, জানহ নিশ্চয়।।
খোদ রূপেতে খোদাতালা, খেলছে সে কুদরতি খেলা
কুল্লে সাঁই মোহিত আলা, স্বয়ং কাদের হয়।।
খোদ রূপেতে সেরূপ জানা, দ্বিদল তার বারামখানা
লালন বলে সে ভেদ জানা, দুদ্দুর কর্ম নয়।।