(ভৈরব-একতালা)
খোল মা প্রকৃতি, খোল মা দুয়ার, কর আবরণ উম্মোচন।
তোমার মন্দিরে, তোমার ঈশ্বরে, করিব অর্চ্চন-বন্দন।
লহরে লহরে তুলিয়া তান, গাইছে বিহগ তাঁর গুণ-গান;
শুনিয়া সে গান, ভেসে যায় প্রাণ, আর কি মানে বারণ!
প্রভাতী-কুসুমে ভরিয়া ডালি, অরুণ-কনক-প্রদীপ জ্বালি’
পূজিছ যাঁরে, দিবে কি মা তাঁরে, (আমার) ভক্তি-অশ্রু-চন্দন!
কি জানি তাঁহারে কি ব’লে পূজিব, কি ধ্যান ধরিব,
কি বর যাচিব, কি বা উপহার, হবে যোগ্য তার,
আমি দীন অকিঞ্চন-
দেবগণ যাঁর নাহি পায়, বলে “কোথা তুমি, কোথায় কোথায়!
(বল) কোন্ ভাষায়, কোন্ কথায় (আমি) করিব তাঁর আরাধন।।